আয়েশা টাকিয়া একজন ভারতীয় অভিনেত্রী, কন্ঠ অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক। তিনি প্রধানত বলিউড ছবিতে অভিনয় করে থাকেন।
তিনি তার প্রথম ছবি টারজান: দ্যা ওয়ান্ডার কার ছবির জন্য তিনি ফিল্মফেয়ার বেষ্ট ডেব্যুট এ্যাওয়ার্ড ২০০৪ লাভ করেন। তার সবচেয়ে জনপ্রিয় ব্যাবসাসফল ছবির মধ্যে ২০০৯ ছবি ওয়ান্টেড অন্যতম।
বিমানবন্দরে হেনস্থার মুখে পড়লেন অভিনেত্রী আয়েশা টাকিয়া। সপরিবারে মুম্বাইয়ে যেতে গোয়া বিমানবন্দরে এসেছিলেন তারা। সেখানেই তাকে জোর করে লাইনচ্যুত করার অভিযোগ উঠেছে গোয়া বিমানবন্দরে কর্তব্যরত এক পুলিশ অফিসারের বিরুদ্ধে।
আয়েশার স্বামী ফারহান আজমি বিষয়টি নিয়ে সরব হন টুইটারে। ফারহান জানান, দুই নিরাপত্তা কর্মী তাদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। ছবিসহ টুইটারে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন ফারহান।
তিনি গোয়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, তাকে এবং তার পরিবারকে আলাদা লাইনে দাঁড়াতে বলা হয়েছিল। শুধু তাই নয়, নিরাপত্তা রক্ষীরা আয়েশাকে স্পর্শ করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
তার টুইটের প্রতিক্রিয়ায় যদিও পরে ক্ষমা চেয়েছে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। জানানো হয়, ভ্রমণের সময় আপনার এবং আপনার পরিবারের অসুবিধার জন্য আমরা দুঃখিত। অনুগ্রহ করে নিশ্চিত থাকুন এ বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
গোয়া বিমানবন্দরে হেনস্থার শিকার অভিনেত্রী আয়েশা টাকিয়া
১০ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
