ইয়ামিন হক ববি একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তার প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। দেহরক্ষী সিনেমা তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত একটি এতিমখানায় গিয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন এই অভিনেত্রী।
জানা যায়, ৫ এপ্রিল ছিল ববির বাবা মরহুম কে এম ইমামুল হকের মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে তিনি মারা যান। বাবার জন্য দোয়া ও মোনাজাতের অংশ হিসেবেই এদিন বিকেলে তিনি মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত ‘মিফতাহুল উলূম মাদ্রাসা’য় হাজির হন। দোয়া ও মোনাজাতের পাশাপশি সেখানে ৫০ জনের অধিক এতিম শিশুর সঙ্গে ইফতার করেন এই নায়িকা।
এতিম শিশুদের সঙ্গে ইফতারের কিছু ছবি আজ ৬ এপ্রিল সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ববি। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! কী যে শান্তি তাদের সাথে’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। ছবিতে দেখা যায় এতিম শিশুদের সঙ্গে এক কাতারে বসেই ইফতার করছেন তিনি। মুহূতেই সে পোস্টে লাইক-কমেন্টের জোয়ার বইতে শুরু করে। সবাই ববির এমন উদ্যোগের প্রশংসা করেছেন।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন চিত্রনায়িকা ববি
৬ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
