বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটিতে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ। আজ ৬ এপ্রিল বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্টাডি রুমে শপথ নেন রিয়াজ। তাকে শপথ বাক্য পাঠ করান শিল্পী সমিতির সম্মানিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।
শপথ গ্রহণ শেষে রিয়াজ শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের পা ছুঁয়ে সালাম করেন । এসময় উপস্থিত অন্য সদস্যরা রিয়াজকে অভিনন্দন জানান। শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন নতুন শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটিতে।
রিয়াজ সর্বশেষ নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদের হয়ে সহ-সভাপতি পদে নির্বাচন করেছিলেন। সেখানে তিনি পরাজিত হন। অন্যদিকে কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন রোজিনা। এই অভিনেত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন রিয়াজ।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
শিল্পী সমিতির কার্যকরী পরিষদে শপথ নিলেন রিয়াজ
৬ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
