বিদ্যা সিনহা সাহা মীম হচ্ছেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।
আজ ছিল প্রথম রমজান প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেছেন মিম। ঘরোয়া পরিবেশে খাবারের টেবিলে ইফতার আয়োজনের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি। এবারই প্রথম নয়। গত কয়েক বছর ধরে তিনি শামিল হন মুসলমানদের ধর্মীয় আয়োজনে। অন্য ধর্মের হয়েও ইফতার আয়োজনে সম্প্রীতির বার্তা দেন তিনি। এবারও তার ব্যাতিক্রম হলো না। আজ রাতে পোস্ট করা ছবিতে বাবা-মায়ের সঙ্গে দেখা গেছে মিমকে। এ সময় ছিলেন পরিবারের কয়েকজন সদস্য। তবে তার স্বামী সনি পোদ্দার ছবিতে অনুপস্থিত ছিল।
ছবিতে দেখা যাচ্ছে, ঘরোয়া পরিবেশে পরিবারের অন্যদের সঙ্গে খাবারের টেবিলে ইফতার নিয়ে বসে আছেন মিম। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম রমজান উষ্ণতা ও শান্তির মধ্যে কেটেছে।মিমের ভক্তরা সম্প্রীতির এই বার্তা পেয়ে দারুণ খুশি। ছবিতে লাইক কমেন্টস ও শেয়ার করে ছড়িয়ে দিয়েছেন অনেকেই।
হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অসাধারন অভিনয় করে মীম সবার নজরে আসেন। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার লাভ করেন। পরের বছর ২০০৯ সালে মীম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া ছায়াছবিতে। যাতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
পরিবারের সাথে ইফতার করলেন বিদ্যা সিনহা সাহা মীম
৪ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
