রাফিয়াত রশিদ মিথিলা (যিনি মিথিলা নামেই বেশি পরিচিত) হলেন বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। অন্যদিকে তিনি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত আছেন
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ওপার বাংলার নামি পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তিনি সেখানে থাকছেন। তবে দুই দেশেই সমানতালে কাজ করে যাচ্ছেন মিথিলা। এরই মধ্যে কলকাতার আলোচিত ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি। সিরিজটিতে বহ্নি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। এক মিনিটে পড়ুন সিরিজটিতে কাজ করতে গিয়ে মিথিলাকে থাকতে হয়েছে নিষিদ্ধপল্লি নীল কুঠিতে! কাজ করতে গিয়ে যৌনপল্লিতে বসবাসের অভিজ্ঞতার কথা জানান মিথিলা। তিনি বলেন, ‘গল্পটি শোনার পর এক মুহূর্তের জন্য কোনো দ্বিধা, জড়তা কাজ করেনি। এটা সমাজের একটা বাস্তব চিত্র। একটা অবহেলিত গোষ্ঠীর গল্প। আমি মনে করি, সমাজে প্রতিটি পেশার মানুষের মতো যৌনকর্মীদেরও অবদান আছে। ওরা (যৌনকর্মী) আছে বলেই নারীরা এত নিরাপদে আছেন।
২০০৬ খ্রিষ্টাব্দের ৩ আগস্ট তিনি বিয়ে করেন সঙ্গীতশিল্পী তাহসানকে। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের এ্যালবাম। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি আইরা নামক কন্যাসন্তানের জন্ম দেন। ২০১৭ সালের জুলাইয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
আজকে আমরা নিরাপদে আছি যৌনকর্মীদের কারণে- মিথিলা
১ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
