কায়েস আরজু একজন বাংলাদেশী অভিনেতা। তিনি ২০০৭ সালে তুমি আছো হৃদয়ে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। চলচ্চিত্রে অভিনয়ের পূর্বে কায়েস আরজু চট্টগ্রামে গ্রুপ থিয়েটারে কাজ । ঢাকায় আসার পর তিনি বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে শুরু করেন।
কায়েস আরজু এবার জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমায় যুক্ত হলেন সিনেমার নাম ‘ময়না’। এরইমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটি পরিচালনায় থাকছেন মনজুরুল ইসলাম মেঘ। কাহিনীকার ও প্রযোজক আলিম উল্ল্যাহ খোকন। নির্মিত হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে।
'মযনা' সিনেমায় দ্বিতীয়বারের তরুণ প্রজন্মের নবাগত নায়িকা রাজ রিপার সঙ্গে জুটি বাঁধছেন আরজু। এছাড়াও এতে অভিনয় করবেন আমান রেজা, নাদের চৌধুরী, সুব্রত, আফফান মিতুলসহ অনেকে। আগামী ৩০ মার্চ সাভারে সিনেমাটির শুটিং শুরু হবে।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমায় কায়েস আরজু
২৭ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
