আগামী ২১ মে এফডিসিতে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে এবার জোট বেঁধেছেন বর্তমান সময়ের সবচেয়ে বেশি অর্থ লগ্নীকারী দুই প্রযোজক। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ও মনোয়ার হোসেন ডিপজল। সেলিম খান এরই মধ্যে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেন। অন্যদিকে ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ১২ মাসে ১২টি সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী নির্মাণ করে যাচ্ছেন এই প্রযোজক।
ডিপজল বলেন, আমরা একের পর এক সিনেমা নির্মাণ করি। কিন্তু যারা সিনেমা বানাচ্ছেন না, তারাই এই চেয়ারের জন্য নির্বাচন করেন। সে জন্য এবার নির্বাচনে অংশ নিচ্ছি।
এদিকে সেলিম খান বলেন, প্রযোজকরা বাঁচলেই চলচ্চিত্র শিল্পের উন্নয়ন হবে। আমরা প্রযোজকদের বাঁচানোর জন্যই প্যানেল গঠন করলাম। আমার সঙ্গে ডিপজল ভাই আছেন। আশা করি, আমরা উন্নয়নের জন্য কাজ করে যেতে পারব।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
প্রযোজক সমিতির নির্বাচনে একসাথে ডিপজল-সেলিম খান
২৫ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
