শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখেন দীঘি। শিশুশিল্পী হিসেবে প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীঘি'র শরীর হঠাৎ মুটিয়ে যাচ্ছিল। কিন্তু সম্প্রতি তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়ে যান নিজের ওজন ও ফিটনেস নিয়ে। তবে এতো সমালোচনার মুখেও হাল ছাড়ছেন না দিঘী। ওজন কমাতে ও ফিটনেস ঠিক রাখতে কাজ শুরু করে দিয়েছেন। তাই নিজেকে স্লিম ফিগারে ফিরিয়ে নেওয়ার মিশনে নেমেছেন তিনি
জানা গেছে, সম্প্রতি দিঘী জিমে ভর্তি হয়েছেন। প্রতিদিন নিয়ম করে জিমে যাচ্ছেন। ব্যায়াম করছেন। খাদ্যাভাসেও এনেছেন পরিবর্তন। মেনে চলছেন কড়া ডায়েটও। ট্রেনারের পরামর্শ মেনে কাজ করে যাচ্ছি। ফলও পাচ্ছি। অনেক ব্যস্ত থাকতে হয়। তার ফাঁকেই জিমে সময় দেই। এটা নিয়মিত চালিয়ে যেতে চাই।
দীঘি জানিয়েছেন, তিনি ওজন কমানোর টার্গেট নিয়ে জিম শুরু করেছেন। সেই টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন। তবে কেবল মানুষের সমালোচনা নয়, একটি চমক দেয়ার জন্যও শরীরচর্চা করছেন বলে জানিয়েছেন তিনি। যদিও এখনই সেই চমক সম্পর্কে ইঙ্গিত দিতে চান না। আপাতত ভক্তদের অপেক্ষায় থাকতে বললেন।
দীঘি কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন । চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দীঘি অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দীঘি। তারপরে আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে সে।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
আকর্ষণীয় ফিটনেসের জন্য জিম করছেন দীঘি
১০ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
