সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

একজন প্রতিভাবান মাহামুদুর রশিদ- দেশ পেরিয়ে বিশ্ব বাজারে বিচরণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৭ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0

একজন প্রতিভাবান মাহামুদুর রশিদ- দেশ পেরিয়ে বিশ্ব বাজারে বিচরণ
১৪ বছর বয়সেই তীক্ষ্ণ বিচক্ষন এই তরুণ আনাগোনা দেন অনলাইন পাড়ায়। সফলতার মুখ খোঁজাই তার লক্ষ্য। যার ফলস্রুতি তিনি বর্তমান সময়ের একজন সফল বই লেখক এবং সংগীতাঙ্গনের নতুন মুখ। তিনি ইতিমধ্যে একজন উদ্যোক্তা হিসেবেও সাফল্যের শিখরে পৌঁছে গেছেন। বই লেখা এই তরুণের একধরনের নেশা। দ্যা লাস্ট লেটার নামে বই দিয়ে তার সাহিত্য জীবন শুরু করেছেন তিনি। বিশ্বের অন্যতম ফ্ল্যাটফ্রম এমাজনের মত প্রতিষ্ঠানে নিজের লেখা বই প্রকাশ করে আলোচনার জড় তুলেছেন এই খুদে লেখক। এছাড়াও ইংরেজী ভাষায় প্রকাশিত বইগুলো গুগল, ইবুক সহ বেশ কিছু ফ্ল্যাটফ্রমে অবমুক্ত রয়েছে। তবে বই পড়তে হলে গুনতে হবে ২ ডলার অথবা তারও কম বেশি। 

এই বিষয়ে প্রতিভাবান মাহামুদুর রশিদের মতামত জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান বর্তমান সময়ে“বিশ্বের প্রায় সব দেশই করোনা মহামারীতে আক্রান্ত"। এমন পরিস্থিতিতে বাড়ির বাইরে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।  তাই আমি বাড়িতে উপন্যাস ও গান লেখার পাশাপাশি আমার ডিজিটাল মার্কেটিং কোম্পানির জন্য কাজ করি। মেধাকে কাজে লাগিয়ে বিশ্ব জয় করা সম্ভব। তারই উদাহরণ স্বরূপ আজ আমার লেখা বই , ঘরে বসেই বিশ্ববাজারে উন্মোচিত। আমার করা কিছু গান/টিউন ও আপনারা প্রায় সব মিউজিক প্ল্যাটফর্মে পাবেন।  
এই বিষয়ে তিনি আরও বলেন বিশ্বাস করুন যে , সবাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে সমৃদ্ধ হতে পারে। কিন্তু এ বিষয়ে তরুণদের প্রতিদিন শেখা এবং তাদের দক্ষতা উন্নত করা উচিত । মাহামুদুর রশিদ আমাদের বলেন "যদি কারো বুদ্ধি এবং গবেষণার চিন্তাভাবনা থাকে, তবে এটিকে ডিজিটাল মার্কেটার হিসাবে প্রতিষ্ঠিত করা অসম্ভব কিছু নয়। 
মাহামুদুর রশিদ তার লেখা বই এবং সঙ্গীতের জন্য খুবই জনপ্রিয়। তিনি তার প্রতিভাবান কাজের মাধ্যমে ইতোমধ্যেই অনেক শ্রোতা এবং ভক্তের মন জয় করেছেন। আজ যারা মাহামুদুর রশিদকে সমর্থন করে, তাদের জন্য মাহামুদুর রশিদ সফল।  তার কিছু গানের মধ্যে রয়েছে "সেলফ নাইটস, ব্রেক সাউন্ডবুক, গর্জিয়াস সিটি, প্রাইভেট স্কাই, মাই মেমোরিজ, ল্যাটিনোস লাভ" নোয়াখালী নাম্বার ওয়ান । তার গুচ্ছিত মিউজিক বিশটিরও বেশি প্ল্যাটফর্মে প্রকাশ করেন।  তিনি সাম্প্রতিক কালে "স্পটিফাই, ডিজার, অ্যামাজন মিউজিক, অ্যাপল মিউজিক, জিওসোন" এবং অন্যান্য সংগীত শিল্পীদের মত বেশিরভাগ মিউজিক প্ল্যাটফর্মে যাচাইকৃত শিল্পী হিসেবে স্থান দখল করেছেন।
যারা ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে তাদের ক্যারিয়ার গড়তে চান , তাদের জন্য মাহামুদুর রশিদ আবারও একটি ভাল উদাহরণ।

এই বিষয়ে তার সাথে কথা বললে তিনি জানান- তিনি সোশ্যাল মিডিয়াকে একটি স্ক্যাম-কম মিডিয়া হিসাবে ডিজাইন করার স্বপ্ন দেখেন । যেখানে মানুষ বিনা দ্বিধায় গাড়ি চালাতে পারে।  তিনি তার অর্জিত জ্ঞান দ্বারা বিভিন্নভাবে তার দেশের উন্নয়নে অবদান রাখতে চান। সফলতা প্রসঙ্গের উত্তরে তিনি বলেন "এটি তার সাময়িক সফলতা মাত্র" । সফলতার সর্বোচ্চ চূড়া তখনই হবে "যখন তিনি দুনিয়া ব্যাপি জনপ্রিয়তা অর্জন করবেন"। 

পরিশেষে তিনি বলেন, তার সাহিত্য কর্ম নিয়মিত প্রকাশিত হবে। নতুন  করে আরও ৪ টি উপন্যাস ও ২ গান আত্মপ্রকাশের দিন গুনছে। মাহামুদুর রশিদ বলেন,  মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার কলমের কালি সুখোবে না।
মাহমুদুর রশিদ (জন্ম ১০ জানুয়ারী ১৯৯৯ ) নোয়াখালী সেনবাগের , কানকিরহাটে জন্ম গ্রহণ করেন । তিনি বর্তমান সময়ের একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, সফল উদ্যোক্তা, প্রভাবশালী লেখক, ওয়েব ডেভেলপার ও সাইবার নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞ ব্যাক্তিত্ব। 
এই তরুণ সংগীতশিল্পী মাধ্যমিক শিক্ষা করেছেন নোয়াখালীর সেনবাগের কানকিরহাট উচ্চ বিদ্যালয় থেকে।  পরে তাকে কানকিরহাটে ভর্তি করা হয় এবং তিনি কানকিরহাট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষ করেন।  বর্তমানে তিনি বিজিএমইএ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করছেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ আহমেদ