ফেসবুক বা ইউটিউবের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। শোবিজ অঙ্গনে পা রাখার পর থেকেই তাকে ঘিরে হয়েছে নানা সমালোচনা। একের পর এক চমক দিয়ে কয়েক দিন পরপরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কি না, ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হচ্ছে। এবার তিনি গ্রাম-বাংলার জনপ্রিয় কিচ্ছা-পালা গান গেয়েছেন।
সম্প্রতি হিরো আলম কিচ্ছা-পালা গানের শুটিং করতে ফুলবাড়িয়ায় একটি জঙ্গলে গেছেন হিরো আলম। সেখান থেকেই জানালেন, অনেকেই বলেন হিরো আলম গান গাইতে পারে না। কিন্তু নতুন এই ভিডিওটি দেখলে সবাই বুঝবে হিরো আলম গান গাইতে পারে, কিচ্ছা-পালাও গাইতে পারে।
তিনি আরও বলেন, যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি। খুব পরিশ্রম করে গানটা করছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।
হিরো আলমের নতুন কিচ্ছা-পালার কথাগুলো এমন- ‘মনেরই মতন, তুমি সাজাইয়া গগন-আপন মনে খেলছ খেলা, শাহী নিরঞ্জন-রঙে মজিয়া, তোমায় আছি ভুলিয়া-কবে জানি ডাক দিয়া নাও তুলিয়া।
এর আগে বাংলা, আরবি, হিন্দি, চীনা ও ইংরেজি ভাষার গান গেয়ে তা ইউটিউবে প্রকাশ করেছেন হিরো আলম। সর্বশেষ তার আরবি ভাষার গানের ভিডিও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
এবার জঙ্গলে গিয়ে 'কিচ্ছা পালা' গান গাইলেন হিরো আলম
২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
