তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। টিভিএস বাইক একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন। এক সময় বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করেছেন। মারিয়া মিমের ক্যারিয়ার বেশি দিনের না হলেও এরইমধ্যে নিজের অবস্থান জানান দিয়েছেন। কাজ করতে চান শোবিজের সব মাধ্যমে। নাটক, সিনেমায় নিজেকে মেলে ধরতে চান তিনি।
সম্প্রতি মিম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ঐশী’র নতুন একটি মিউজিক ভিডিও 'ঝুমকা' শিরোনামের মডেল হয়েছেন মারিয়া মিম। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ।
এতে মিমের বিপরীতে মডেল হয়েছেন সিয়াম মৃধা। গানচিত্রটি নির্মাণ করেছেন নাজমুল ইভান। ১০ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি স্বদেশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গানচিত্রটি অবমুক্ত হয়েছে।
মারিয়া মিম বলেন, নাচে-গানে ভরপুর ‘ঝুমকা’। গানের সঙ্গে নাচের ব্যাপারটি ইদানিং জনপ্রিয় হয়ে উঠছে। দর্শকেরাও বেশ উপভোগ করছেন। আশা করছি, সবার ভালো লাগবে।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
দর্শকমহলে সাড়া ফেলেছে মারিয়া মিমে'র 'ঝুমকা'
২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
