আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। সোমবার ২১ ফেব্রুয়ারি সকাল ১০টা ৫০ মিনিটে এফডিসি শহীদ মিনারে খালি পায়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, চিত্রনায়ক ফেরদৌস,অমিত হাসান, ইমন, আজাদ খান, অঞ্জনা, কেয়া, জেসমিন আক্তার, নাদের খান, নানা শাহ্’সহ সমিতির অন্যান্য সদস্যরা।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
চলচ্চিত্র শিল্পী সমিতির ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
২২ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
