কাজল একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। ভারতের মুম্বইয়ে মুখার্জী-সমর্থ পরিবারে জন্ম নেওয়া কাজল অভিনেত্রী তনুজা সমর্থ এবং চলচ্চিত্রনির্মাতা শমু মুখার্জী দম্পতির কন্যা। কাজলের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯২ সালে তার মায়ের সাথে প্রণয়ধর্মী বেখুদি চলচ্চিত্রে।
কাজল ভারতের অন্যতম সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। কর্মজীবনে তিনি বারটি ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়নের মধ্যে ছয়টি পুরস্কার জিতেছেন। তার মাসী নূতনের সাথে যৌথভাবে তিনি সর্বোচ্চ পাঁচবার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার বিজয়ের রেকর্ড ধরে রেখেছেন। ২০১১ সালে তিনি ভারত সরকার কর্তৃক দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মানিত পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন
জানা গেছে মুম্বইয়ের জুহুর অনন্যা বিল্ডিংয়ে দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন কাজল। দুটিই বিল্ডিংয়ের ১০ তলায় রয়েছে। এই দুই অ্যাপার্টমেন্ট কিনতে মোট ১১.৯৫ কোটি টাকা খরচ হয়েছে কাজলের। এই দুই বাড়ি কাজল জানুয়ারি মাসে কিনেছেন। মুম্বইয়ের জুহুতে এখন যে বাড়িতে তিনি থাকেন তার নাম শিবশক্তি। অনন্যা বিল্ডিং তার চেয়ে খুব বেশি দূরে নয়। এই জুহুতেই থাকেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, হৃতিক রোশনের মতো বলি তারকারা।
১৯৯৪ সালে গুন্ডারাজ চলচ্চিত্রের চিত্রগ্রহণকালে কাজল ও তার সহশিল্পী অজয় দেবগনের প্রেমের সম্পর্কের সূত্রপাত ঘটে। ১৯৯৯ সালের ২৪শে ফেব্রুয়ারি দেবগনের বাড়িতে ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় পদ্ধতিতে এক আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
১২ কোটি টাকা দিয়ে দুটি ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী কাজল
১৮ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
