মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিনেত্রী অঞ্জনা। আজ বুধবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএফডিসির শিল্পী সমিতির সামনের বাগানে শপথ নেন অঞ্জনা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন অঞ্জনাকে শপথ পড়িয়েছেন। তাকে শপথ পড়ানোর সময় উপস্থিত ছিলেন নিপুণ, ফেরদৌস, কেয়া, জেসমিনসহ অনেকেই।
শপথ নেওয়ার পর অঞ্জনা বলেন, শিল্পীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সেই কারণে শপথ নিয়েছি। এটা একেবারে আমার ব্যক্তিগত ইচ্ছা।
ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা চাই সবাই মিলে সমিতিকে চাঙ্গা রাখবো। সবাই মিলে কাজ করবো সমিতির উন্নয়নে। যারা এখনো শপথ নেননি আশা করি তারাও দ্রুত আসবেন। তাদের নিয়ে এক সপ্তাহের মধ্যেই কার্যকরী সভা করতে চাই।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
শিল্পী সমিতির কার্যকরী সদস্য পদে শপথ নিলেন অঞ্জনা
১৬ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
