রোববার ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় এফডিসির উন্মুক্ত প্রাঙ্গণে ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করিয়েছেন মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তবে শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিতরা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব নেয়ার পর কাঞ্চন ও নিপুণকে অভিনন্দন জানিয়েছেন ঢালিউড কিং সুপারস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যম অফিসিয়াল ফেসবুকে দেয়া এক পোস্টে শাকিব খান অভিনন্দন জানান।
অভিনন্দন জানিয়ে শাকিব খান পোস্টে লেখেন, অভিনন্দন, আশা করি, নবনির্বাচিত সভাপতি - সাধারণ সম্পাদকসহ বাকি সবাই মিলে চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থে সঠিকভাবে কাজ করবেন।
পত্রিকা একাত্তর/ মোঃ মাসুদ পারভেজ রানা
নবনির্বাচিত কাঞ্চন-নিপুণকে অভিনন্দন জানিয়েছেন শাকিব খান
৭ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
