মারিয়া নূর একজন বাংলাদেশী মডেল, উপস্থাপিকা এবং অভিনেত্রী। মারিয়া ২০০৯ সালে রেডিও জকি হিসেবে এবিসি রেডিও তে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি টেলিভিশান উপস্থাপিকা হিসেবে তার মিডিয়া ক্যারিয়ার শুরু করেন।
মডেল ও অভিনেত্রী মারিয়া নূর মা হতে চলেছেন। সামাজিক মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন সুখবরটি। বুধবার রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবরটি জানান মারিয়া নূর। ছবিতে তাকে স্বামী সাইফুল আলম জুলফিকারের সঙ্গে দেখা গিয়েছে। তার বেবি বাম্প স্পষ্ট বোঝা গেছে ছবিতে। ছবির ক্যাপশনে মারিয়া নূর লিখেছেন, একটি অভিযান শুরু হতে যাচ্ছে। একজন মা হিসেবে উন্নীত হচ্ছি। কমেন্ট বক্স ভরে গেছে শুভকামনায়।
২০১১ সালের ১৫ জুন বিয়ে করেন উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মারিয়া নূর। তার স্বামীর নাম সাইফুল আলম জুলফিকার।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
মডলে ও অভিনেত্রী মারিয়া নূর মা হতে চলেছেন
৫ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 3
