মিজানুর রহমান শামীম পরিচালিত ‘পতন’ চলচ্চিত্রে ‘আঠারো হাজার মাখলুকাত’ শিরোনামের একটি গানে কন্ঠ দিলেন তরুণ প্রজন্মের কন্ঠশিল্পী তানিশা খান প্রথমবারের মত চলচ্চিত্রে প্লেব্যাক করলেন । গানটি লিখেছেন পরিচালক মিজানুর রহমান শামীম নিজেই। সুর করেছেন টিটন মামা, সঙ্গীতায়োজন করেছেন সুজন আনসারী এবং তানিশা খানের সাথে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি।
তানিশা খান বলেন- কামরুজ্জামান রাব্বি ভাইর সাথে প্রথম কাজ, সিনেমাতেও এটা আমার প্রথম প্লে ব্যাক। ১৮ হাজার মাখলুকাত শিরোনামের চমৎকার ফোক বিরহ নিয়ে গান টি ব্যাবহার করা হচ্ছে "পতন" সিনেমায়। আমি এই চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি টিটন মামার প্রতি। তিনি আমাকে এতো সুন্দর করে সাপোর্ট না করলে এবং গান গাওয়ার সুযোগ না দিলে আমার প্লেব্যাক করার স্বপ্নটা হয়তো স্বপ্নই রয়ে যেত।
গঙ্গা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য ‘পতন’ চলচ্চিত্রে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক রুবেল, জামশেদ শামীম এবং শিরিন শিলা।
গতকাল (৩ ফেব্রুয়ারী) রাজধানীর একটি স্টুডিওতে নির্মাতা মিজানুর রহমান শামীমের লেখা ৩টি গান রেকর্ডিং দিয়ে এই চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। নির্মাতা মিজানুর রহমান শামীম জানান খুব শীঘ্রই ঘটা করে শুটিং শুরু করবেন।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
প্রথমবারের মতো 'পতন' সিনেমায় প্লেব্যাক করলেন তানিশা খান
৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
