আশরাফ উদ্দিন আহমেদ(উজ্জ্বল) একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক। ( বাংলা সিনেমায় উজ্জ্বল নামে সবার কাছে পরিচিতন) সুভাষ দত্ত পরিচালিত বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গণে প্রবেশ করেন। তিনি প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তার পরিচালিত চলচ্চিত্রসমূহ হল শক্তি পরীক্ষা, তীব্র প্রতিবাদ, ও পাপের শাস্তি।
দীর্ঘদিন মিডিয়ার বাহিরে ছিলেল আবারও চলচ্চিত্র নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন মেগাস্টার উজ্জ্বল। এবার ছেলের ব্যবসাপ্রতিষ্ঠান ‘চালডাল.কম’-এর আওতায় মাল্টিপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উজ্জল বলেন, চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে সিনিয়রদেরই এগিয়ে আসতে হবে। আমার ছেলে আমাকে প্রস্তাব দিয়েছে মাল্টিপ্লেক্স তৈরি করার। চালডাল দেশের বিভিন্ন জেলা শহরে ভবন নিচ্ছে। উজ্জ্বল বলেন আমি ভেবে দেখলাম সেই ভবনে ১ টি করে মাল্টিপ্লেক্স তৈরি করবো। আমরা রাজশাহী শহর থেকে কাজটি শুরু করছি।
নির্মাণাধীন হাসিনা আইটি পার্কে চালডাল.কম-এর নিজস্ব ভবনে তৈরি হচ্ছে এই মাল্টিপ্লেক্স। পর্যায়ক্রমে আমার দেশের অন্য জেলায়ও আমরা মাল্টিপ্লেক্স তৈরি করব। সামনে ছবি প্রযোজনা করার ইচ্ছাও আছে। মৃত্যুর আগে আবার চলচ্চিত্রাঙ্গনকে চাঙ্গা দেখতে চাই।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
চালডাল.কম-এর আওতায় মাল্টিপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নিয়েছেন- উজ্জ্বল
৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
