সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

অপমানি হয়ে দেশবাসীর কাছে বিচার চাইলেন হিরো আলম

মোহাম্মদ শাহেদ

মোহাম্মদ শাহেদ

৩০ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0

অপমানি হয়ে দেশবাসীর কাছে বিচার চাইলেন হিরো আলম
বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা 'আশরাফুল হোসেন আলম' যাকে ২০ লক্ষের অধিক মানুষ হিরো আলম নামে চিনে থাকেন, তিনি আজকে দুঃখ প্রকাশ করে দেশবাসীর কাছে বিচার চাইলেন। দীর্ঘদিন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনায় মুখে ছিলেন হিরো আলম। নির্বাচনের শেষেই হিরো আলম জানতে চাইলেন তাকে কেন এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি এ বিষয়ে সেখানে ছোটখাটো মানববন্ধন হয়েছিল অতঃপর সেখান থেকে তাকে অপমান করে বের করে দিলেন পরিচালক শাহীন সুমন।

তাকে বের করে দেওয়ার পেক্ষাপটে অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে দেশবাসীর কাছে বিচার দিলেন এবং তিনি তার সর্বোচ্চ বিচারের দাবি জানালেন। তিনি একজন সম্মানিত চলচ্চিত্রের প্রযোজক হিসেবে অন্যদের মতো এফডিসিতে যাওয়ার আসার পর্যাপ্ত ক্ষমতা রাখেন সেখানে তাকে অধিকার থেকে বঞ্চিত করা এবং অপমান করায় তিনি দেশবাসীর কাছে বিচার দাবি করেন।

আজ (৩০ জানুয়ারি) দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, “আশা করি সবাই ভালো আছেন। কোনো কারণ ছাড়া আমি লাইভে আসি না। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা চলছে। ভোটের দিন (২৮ জানুয়ারি) এফডিসিতে প্রযোজক-পরিচালকদের ঢুকতে দেওয়া হয়নি। সে বিষয়ে আজ (৩০ জানুয়ারি) সকালে এফডিসিতে মানববন্ধন ছিল। এ কারণে আজ সকালে আমিও এফডিসিতে যাই। পরিচালক শাহীন ভাই (শাহীন সুমন) আমাকে সেখান থেকে চলে যেতে বলে। আমাকে বলে ‘আউট, আউট এখান থেকে।’ আমার কথা, ওখান থেকে আমাকে আউট করার উনি কে?”

হিরো আলম বলেন, ‘আমি তো আন্দোলন করছি আপনাদের (প্রযোজক-পরিচালক) সবার জন্য। প্রযোজক-পরিচালকদের ঢুকতে দেয়নি বলেই তো আমার খারাপ লেগেছে। শাহীন ভাইকে আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। আপনি আজ যে ব্যবহার করেছেন, তাতে আমি খুবই দুঃখ পেয়েছি। আপনি একজন পরিচালক, আপনার কাছে আমি শিখব। আপনাদের পাশেই আছি আমি। আমাকে ভালো না লাগলে আপনি আমাকে আড়ালে ডেকে বলতে পারতেন, আলম তোমার এখানে থাকার দরকার নেই।’


তিনি বলেন, ‘ওখানে (এফডিসি) আপনি (শাহীন সুমন) ঢুকতে পারলে আমিও ঢুকতে পারি। আমিও একজন প্রযোজক। আপনি তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারেন না। আপনি কেন আমাকে তাড়িয়ে দিলেন? এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। দেশবাসীর কাছে আমি বিচার দিলাম, এই ঘটনায় শাহীন সুমনের কি বিচার হওয়া উচিত?'


এদিকে ফেসবুক স্ট্যাটাসে হিরো আলম লিখেছেন, ‘আমি শাহীন সুমন ভাইকে অনেক সম্মান করি বলেই কোনো কথা না বলে মাথা নিচু করে বের হয়ে আসছি। তার মানে এই না যে, এটা আমার দুর্বলতা। এটা আমার মানবতা। আজ উঁচু-নিচু মানুষের ভেদাভেদ করেন বলেই আপনাদের মধ্যে এতো কোন্দল সৃষ্টি হয়েছে। আপনি বর্তমানে পরিচালক সমিতির মহাসচিব। মানুষের সঙ্গে বিনয়ী হয়ে কথা বলা দরকার ছিল ভাই।

আমরা সবাই মানুষ। মানুষ গরিব আর বড়লোক বলে কোনো শব্দ পৃথিবীতে নাই। মহান আল্লাহতায়ালা সবাইকে সমান করে পাঠিয়েছে। আপনাদের যদি আমাকে ভালো না লাগে, কথা বলবেন না। আমি আজ গরিব, চেহারা কুৎসিত হলে যদি আপনার এত কষ্ট হয়, তাহলে কি আমাকে অপমান করার রাইট আপনাদের রয়েছে? আপনার কাছে আমার এই প্রশ্ন? উত্তর দেবেন।

আমিও বাংলাদেশের নাগরিক। আমার জন্য মাননীয় সরকার আইন সমান করে রেখেছেন। এর একটি সুরহা করবেন। নতুবা আমিও আইনের আশ্রয় নিতে বাধ্য হব। ভাই আমিও একজন হিরো আলম, আমিও একজন প্রযোজক-অভিনেতা