বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ২০১৭ সালে আমরা আবার ফিরবো কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়।মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন । একই বছর ফারিন অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। ঐ বছর ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান।
আজ এই তরুণ অভিনেত্রীর জন্মদিন। প্রথম প্রহর থেকেই সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। তবে জন্মদিন নিয়ে এই অভিনেত্রীর বিশেষ কোনো পরিকল্পনা নেই বলেই জানান তিনি।
তাসনিয়া ফারিণ বলেন, সত্যি বলতে জন্মদিন নিয়ে আমার মধ্যে আলাদা বা বিশেষ কোনো কিছু কাজ করে না। একটু বিষণ্ণ লাগে এটা ভেবে যে, বয়সটা বেড়ে গেলো। গত তিন বছর শুটিং সেটেই জন্মদিন পালন করতে হয়েছে। তাই এবার আর কোনো শুটিং রাখিনি। আজ একদম বাসায় আছি, পরিবারের সাথে। একটু পর পরিবারকে সঙ্গে নিয়ে বাইরে বের হবো। তাদের সঙ্গেই দিনটা উদযাপন করবো।
তাসনিয়া ফারিণ ২০১৯ সালে তিনি প্রায় আশিটি নাটকে অভিনয় করেছেন । তিনি মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জ্যান্টলমেনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ২০২১ সালের ৯ জুলাই জিন৫ ওয়েব সিরিজটি মুক্তি দিয়েছে। একই বছরের ১৯ আগস্ট মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ও রেদওয়ান রনি প্রযোজিত নেটওয়ার্কের বাইরে ওয়েব চলচ্চিত্রে তিনি কথা চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তাকে বহু নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে।
আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
শুভ জন্মদিন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
৩০ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
