মুনমুন আক্তার লিজা মঞ্চ নাম ময়ূরী হিসাবে বেশি পরিচিত হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯৮ সালে মৃত্যুর মুখে নামক সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। এরপর হতে ২০০৭ সাল পর্যন্ত তিনি প্রায় ৩০৯টি চলচ্চিত্রে অভিনয় করে বেশ নাম কুড়িয়েছেন।
লেখিকা সেলিনা হোসেনের 'হৃদয় ও শ্রমের সংসার' উপন্যাস অবলম্বনে নার্গিস আক্তার পরিচালিত সিনেমা 'চার সতীনের ঘর' এ খান সাহেবের তৃতীয় স্ত্রীর ভূমিকায় অভিনয় করে তার সুখ্যাতি আরো বেড়ে যায়। তৎকালীন সময়ে অশ্লীল চলচ্চিত্রের ব্যাপক প্রসার ঘটে আর তারই ধারাবাহিকতায় ময়ূরীও বেশ কিছু অশ্লীল চলচ্চিত্রে অভিনয় করেন, এবং চলচ্চিত্রে অশ্লীলতা ও নগ্নতার জন্য ব্যাপক সমালোচিতও হন। এরপর হতেই সিনেমার প্রতি তার নিরাসক্তি চলে আসে, যে কারণে ২০০৭ সালের পর থেকে চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে।
শুক্রবার ২৮ জানুয়ারি এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে আসেন ময়ূরী। ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ময়ূরী বলেন, আর সিনেমা করব না। বিয়ের পরই আমি সেই সিদ্ধান্ত নিয়েছি। আমার এখন দুই সন্তান, তাদের নিয়েই ব্যস্ত থাকি। সবার আমাদের জন্য দোয়া করবেন।
বহুদিন পর এফডিসিতে এসে আনন্দিত ময়ূরী। নির্বাচনে এসে অনেকের সঙ্গে দেখা হয়েছে, এটা অনেক ভালো লাগছে। আসলে সিনেমা তো অন্যরকম ভালো লাগার জায়গা, তাই এফডিসিতে বারবার আসতেই ভালো লাগে।
এবাবের নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে চলছে লড়াই। সভাপতি পদে রয়েছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। অন্য প্যানেলে সভাপতি পদে আছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
পরিবার নিয়ে ব্যস্ত আছেন আর সিনেমা করবেন না-ময়ূরী
২৮ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
