নীলফামারীর ডোমারে ‘বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন’ এর নীলফামারী জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬শে জানুয়ারী) ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাই সরকারের বাসভবনে দুই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা রেজিস্ট্রার মো. সাখাওয়াত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ গজারিয়া সাব রেজিস্ট্রার আফসানা বেগম, নীলফামারী সদর সাব রেজিস্ট্রার আবু হেনা মো. মোস্তফা কামাল, ডোমার সাব রেজিস্ট্রার মো. মাহফুজুর রহমান, জোড়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ পারভেজ উজ্জ্বল, ডোমার প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক এস.কে. হিমেল প্রমুখ।
উল্লেখ্য, প্রতিবছর উত্তরের ৮ জেলা সহ অন্যান্য জেলায় বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রায় পাঁচ হাজার শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ
ডোমারে ‘রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন’ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
২৭ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 22
