নীলফামারী ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নে অবস্থিত ‘চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ উদ্বোধনের পরেও জনবলের অভাবে চালু হয় নি এখনো।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৪ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ডোমার উপজেলা সদর থেকে ২০ কি.মি. দূরে কেতকীবাড়ি ও ভোগডাবুরী ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষের সেবা প্রদানের জন্য নির্মিত হয় কেন্দ্রটি।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির দুটি ভবন, আসবাবপত্র, প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি প্রদান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছিক ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মল্লিক এন্টারপ্রাইজ–আলম বিল্ডার্স জেভি’। তবে চিকিৎসক সহ অন্যান্য কর্মকর্তা–কর্মচারী না থাকার কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এ অঞ্চলের মানুষেরা।
এ বিষয়ে ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ্ আলম জানান, চিলাহাটি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা–কর্মচারীর নিয়োগ না হওয়ায় কেন্দ্রটির কার্যক্রম এখনো শুরু করা সম্ভবপর হয় নি। আমরা সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে জনবল বরাদ্দের জন্য আবেদন করেছি। জনবল বরাদ্দ এলেই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু করা হবে।
পত্রিকা একাত্তর/রিশাদ
জনবলের অভাবে চালু হচ্ছে না চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র
২৫ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
