সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

হরিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ১৪৪১৬ জন ছাত্র/ছাত্রীর কোভিড-১৯ টিকা গ্রহণ

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

২৫ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0

হরিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ১৪৪১৬ জন ছাত্র/ছাত্রীর কোভিড-১৯ টিকা গ্রহণ
সংগ্রহীত ছবি | পত্রিকা একাত্তর
ঠাকুরগাঁও এর হরিপুর উপজলায় গত কয়েক দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী ১৪ হাজার ৪ শত ১৬ জন ছাত্র/ছাত্রীদের কে করোনা ভাইরাস কাভিড-১৯ এর টিকা প্রদান করেছেন বলে হরিপুর স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, হরিপুর উপজলায় ২টি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান সহ স্কুল, কলেজ, দাখিল মাদ্রাসা ও কারিগরি কলেজ রয়েছে ৮০ টি। এতে ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৮হাজার ২শত ২০জন। এর মধ্য ১২ থেকে ১৮ বছর বয়সী ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৫হাজার ৯শত ৩০জন। এ তথ্য হরিপুর উপজলা স্বাস্থ্য বিভাগে পাঠানাে হয়েছে।
হরিপুর উপজলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মুহাম্মদ মুনিরুলহক খান বলন ,স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘােষণা অনুয়াযী গত ১৩জানুয়ারী থেকে উপজলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর ১২ থেকে ১৮ বছর বয়সী ছাত্র/ছাত্রীদর কাভিড-১৯ এর টিকা প্রদান করা শুরু করেছি। ২২জানুয়ারী পর্যন্ত ১৪ হাজার ৪ শত ১৬জন ছাত্র/ছাত্রীদেরকে দক্ষতার সহিত সুদক্ষ স্বাস্থ্য কর্মী দিয়ে সফল ভাবে টিকা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত কােন ছাত্র/ছাত্রী অসুস্থ্য হওয়ার ঘটনা ঘটেনি। তিনি আরা বলেন এ উপজলার জনসংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার ৪ শত ৯২ জন।
গত ৭/২/২১ইং তারিখ থেকে ২২/১/২২ইংতারিখ পর্যন্ত ১ লক্ষ ৫ হাজার ৯ শত ৩৬ জন কে টিকার প্রথম ডাজ প্রদান করা হয়েছে।২য় ডাজ গ্রহন করছ ৪৬ হাজার ৯ শত ৪০ জন ও বুষ্ঠার ডাজ গ্রহন করেছে ১১ শত ৬ জন, টিকা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। জনসংখ্যা অনুযায়ী এ উপজলার শতকরা ৬০% মানুষ টিকা গ্রহণ করেছে।
অপর দিকে ছাত্র/ছাত্রী ও অভিভাবক মহল ক্ষাভ প্রকাশ করে বলেন যে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানর ছাত্র/ছাত্রী ও শিক্ষক কর্মচারীরা টিকা গ্রহণ করেছে তা হল আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন? শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে কমলমতি  ছাত্র/ছাত্রীদের শিক্ষার বেঘাত ঘাটবে। তাই অনতি বিলম্বে সরকার যেন শিক্ষা প্রতিষ্ঠান পাঠ দানের ব্যবস্থা চালু করেন।
উপজলা নিবার্হী অফিসার আব্দুল করিম বলেন, আজকর শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই এদের স্বাস্থ্য বিষয় সুরক্ষা রাখার সকলের দায়িত্ব। আর স্বাস্থ্য বিধি সকলকে মানতে হবে।আশা করি সল্প-সময়ের মধ্যে এ অবস্থার উনয়ন ঘটবে।
পত্রিকা একাত্তর/ জসিম উদ্দিন