আগামী ৭ই ফেব্রুয়ারি ২০২২খ্রীঃ ৭ম ধাপে কোম্পানীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতা বিহীন নির্বাচন করার লক্ষ্যে ১নং সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদ-প্রার্থীদের নিয়ে অফিসার ইনচার্জ, কোম্পানীগঞ্জ থানা এর উদ্যোগে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সকলের টিকা নিশ্চিত করত মাস্ক পরিধান বাধ্যতামূলক করে সংশ্লিষ্ট বিট অফিসার এর মাধ্যমে ২৪জানুয়ারি (সোমবার) বিকাল ০৪.০০ ঘটিকার সময় পরিষদ হলরুমে এক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ,জনাব সাজ্জাদ রোমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) জনাব আকরামুল হাসান, বিশেষ অতিথি পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান, রিটার্নিং অফিসার, জনাব শাহ কামাল পারভেজ। উক্ত সভায় চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীরা ধারাবাহিকভাবে নিজেদের মতামত/অভিযোগ প্রকাশ করেন এবং একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, সংঘাতহীন, আশঙ্কামুক্ত নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। প্রার্থীদের মতামতের উপর ভিত্তি করে অফিসার ইনচার্জ ও প্রধান অতিথি মহোদয় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়। এর ধারাবাহিকতায় আজও বিভিন্ন সীমানা এলাকায় চেকপোস্ট চলিতেছে।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ শাকিল
কোম্পানীগঞ্জের নির্বাচন নিয়ে থানা প্রশাসনের মতবিনিময়
২৪ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
