স্বাস্থ্য বিভাগের কাজের মূল্যায়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪শে জানুয়ারী) সকালে নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবীর’র সভাপতিত্বে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ডা. আবু হেনা মোস্তফা কামালের যোগদান এবং ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার আলম সহকারী পরিচালক পদে পদোন্নতি হওয়ায় নীলফামারী সিভিল সার্জন তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
পত্রিকা একাত্তর/ এ.আর.রিশাদ
নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
২৪ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 15
