শনিবার (২২ জানুয়ারী) নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে সিপিবি’র জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ ক্বাফী রতন। এতে সভাপতিত্ব করেন—নীলফামারী জেলা সিপিবি’র সভাপতি কমরেড আতিয়ার রহমান।
পরে, নীলফামারী জেলার সকল ইউনিটের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ও সাংগঠনিক কর্মদক্ষতা পর্যালোচনা শেষে নবম জেলা সম্মেলনের মধ্য দিয়ে কমরেড আতিয়ার রহমানকে তৃতীয়বারের মতো নীলফামারী জেলা শাখা কমিউনিস্ট পার্টি’র সভাপতি নির্বাচিত করা হয়।
কমরেড আতিয়ার রহমান নীলফামারী জেলার ডোমার উপজেলার ৮নং ডোমার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি (তাঁতীপাড়া) এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
পত্রিকা একাত্তর/ আজমির রহমান রিশাদ
পত্রিকা একাত্তর/ আজমির রহমান রিশাদ