রাজধানীর কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা হতে চাঞ্চল্যকর সায়মন হত্যাকান্ডের প্রধান আসামী গ্লাস সুমনের মাদক ব্যবসায়ের প্রধান সহযোগী আজিজ বা হেরোইন আজিজ, হেরোইন ও আইসসহ র্যাবের হাতে গ্রেফতার।
গত ১৮ জানুয়ারি ২০২২ খ্রিঃ মঙ্গলবার আনুমানিক রাত্র ১২.২০ ঘটিকায় র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার বন্দছাটগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯০,৩০০/- (নব্বই হাজার তিনশত) টাকা মূল্যের ৩০১ (তিনশত এক) পিস ইয়াবা, ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যের ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন এবং ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মূল্যের ০৫ (পাঁচ) গ্রাম আইসসহ সায়মন হত্যাকান্ডের প্রধান আসামী গ্লাস সুমনের মাদক ব্যবসায়ের প্রধান সহযোগী আজিজ হেরোইন আজিজ (২৯) কে গেফতার করা হয়। গেফতারকৃত মোঃ আব্দুল আজিজ (২৯) এর পিতা নাম- কুদ্দুস বেপারী, মাতার নাম- শামছুর নাহার, সাং-শুভাঢ্যা উত্তরপাড়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়।
মাদক ব্যাবসার প্রধান সহযোগী হেরোইন আজিজ র্যাবের হাতে গ্রেফতার
১৯ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
