সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

টাকার জন্য লাশ হতে হলো এক গৃহবধূর 

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৬ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 20

টাকার জন্য লাশ হতে হলো এক গৃহবধূর 

বগুড়ার শেরপুরের গাড়ীদহ ইউনিয়নে ৭০ টাকার জন্য জীবন দিতে হল লিজা খাতুন (২২) নামের এক গৃহবধূরকে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে কাপুরা পূর্বপাড়া এলাকা থেকে গৃহবধূর শয়নঘর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বেলা ১২টায় গৃহবধূর লাশ তীরের সাথে ঝুলছে জানার পর এলাকাবাসী তার স্বামী সোহেল রানা (৩০) কে আটক করে।এলাকাবাসী জানায়, গত তিন বছর আগে খামারকান্দি ইউনিয়নের ভাতারিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে লিজা খাতুনের সাথে সোহেল রানার বিয়ে হয়। তাদের ১০ মাসের রাহিম নামের এক ছেলে সন্তান রয়েছে। সোহেল রানা বাসের কন্ডাক্টর।

বিয়ের পর থেকেই সংসারে ঝগড়া বিবাদ লেগেই ছিলো। লিজাকে প্রায়ই তার বাবার বাড়ী থেকে টাকা আনতে বলা হতো। লিজা টাকা আনতো সেই টাকা তাদের সংসারে খরচ করা হতো। তারা সোহেল রানার মুখে শুনেই লিজার ঘরে যায়। ঘরের তীরের সাথে বাঁধা ওড়না লিজার গলায় পেঁচানো ছিলো। তবে লাশটি ঝুলন্ত অবস্থা ছিলো না। খাটের উপর বসা অবস্থায় ছিলো। তার স্বামী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারে এমন ধারণা থেকে সোহেল রানাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

লিজার স্বামী সোহেল রানা জানায়, গতকাল রাতে লিজাকে সে ৭০ টাকা দিয়েছিলো। সকাল বেলা লিজার কাছে ৭০ টাকা চাইলে লিজা জানায় টাকা খরচ হয়ে গেছে। এরপর সে লিজাকে মারধর করে বাড়ীর বাইরে চলে যায়। পরে বাড়ীতে এসে দেখে লিজা গলায় ফাঁস দিয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্যা এখনও বলা যাচ্ছে। পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর কিভাবে মৃত্যু হয়েছে জানা যাবে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।