আসামীদের নিকট হতে ১(এক) টি লোহার বড় হাতুরী, ১(এক) টি প্লাষ্টিকের খেলনা পিস্তল, ১(এক) টি লোহার ছোড়া, ২ টি ছোড়া ১(এক) টি লোহার বড় হাতুরী, ১(এক) টি লোহার রড যার একমাথা বাকা ও মাঝখানে ফাড়া, ১(এক) টি লোহার ছোট রামদা, ২(দুই) টি লোহার রডের তৈরী ছেনি, ১(এক)টি প্লাষ্টিকে ব্যাগের মধ্যে ২ ইঞ্চি চওড়া বড় ২টি কসটেপ উদ্ধার করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে ১। নগরকান্দা থানার মামলা নং- ১৪, তারিখ- ২১/১২/২০২১ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোহেল মাহমুদ, ফরিদপুর প্রতিনিধি। 

">
সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

নগরকান্দা থেকে ডাকাত চক্র আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২১, ৩ years আগে, : 0

নগরকান্দা থেকে ডাকাত চক্র আটক

জনাব মোঃ আলিমুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায়, জনাব মোঃ হাবিল হোসেন অফিসার ইনচার্জ, নগরকান্দা থানা, ফরিদপুরের সার্বিক সহায়তায় এসআই/ মোঃ ইলিয়াছ হোসেনের নেতৃত্বে নগরকান্দা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ভবুকদিয়া পাড়াদিয়া বটতলা সাকিনস্থ জনৈক ওহিদ মাতুব্বর(৪৭) পিতা- সিরাজদ্দিন মাতুব্বর এর মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে ২১/১২/২০২১ তারিখ রাত ০২.৪৫ ঘটিকার সময় স্থানীয় জনগনের সহায়তায় একটি ডাকাতি করার চেষ্টাকালে আসামী ১। ছলেমান মুন্সি(৪৫) পিতা- মৃত রব মুন্সি, ২। শরিফুল শিকদার(২৪) পিতা- আক্কাস শিকদার, উভয় সাং- ভবুকদিয়া, থানা- নগরকান্দা, ৩। সেলিম বিশ্বাস(৩১) পিতা- আবুল বিশ্বাস, ৪। জনি শেখ(২৫) পিতা- মৃত নৈমুদ্দিন শেখ, ৫। রায়হান বিশ্বাস(২৫) পিতা- বাচ্চু বিশ্বাস, সর্ব সাং- শোভারামপুর, ৬। শাহিন খান(৩২) পিতা- জালাল খান, ৭। ইয়াছিন মন্ডল(২২) পিতা- নবা মন্ডল, উভয় সাং- রঘুনন্দনপুর, সর্ব থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর, ৮। হেমায়েত কাজী(৪০) পিতা- মতি কাজী, সাং- পোনা, থানা- কাশীয়ানি, জেলা- গোপালগঞ্জদের ঘটনাস্থল হতে গ্রেফতার করেন। 

No description available.আসামীদের নিকট হতে ১(এক) টি লোহার বড় হাতুরী, ১(এক) টি প্লাষ্টিকের খেলনা পিস্তল, ১(এক) টি লোহার ছোড়া, ২ টি ছোড়া ১(এক) টি লোহার বড় হাতুরী, ১(এক) টি লোহার রড যার একমাথা বাকা ও মাঝখানে ফাড়া, ১(এক) টি লোহার ছোট রামদা, ২(দুই) টি লোহার রডের তৈরী ছেনি, ১(এক)টি প্লাষ্টিকে ব্যাগের মধ্যে ২ ইঞ্চি চওড়া বড় ২টি কসটেপ উদ্ধার করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে ১। নগরকান্দা থানার মামলা নং- ১৪, তারিখ- ২১/১২/২০২১ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোহেল মাহমুদ, ফরিদপুর প্রতিনিধি।