সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত: রমেশ চন্দ্র সেন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৯ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত: রমেশ চন্দ্র সেন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। 

এসব শিক্ষার্থীদের খুব যত্নসহকারে দেখতে হবে। তারা যেন সবসময় লেখাপড়ার মধ্যে থাকে। কোন ভাবেই যেন শিক্ষার্থীরা পথভ্রষ্ট না হয় সেজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে এবং শিক্ষার্থীদের সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। তাহলেই এসব শিক্ষার্থীদের মাধ্যমে আমরা একটি শিক্ষিত সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো।

রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।

সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। আর সে কাজের সুফল আমরাও পাচ্ছি। আমরা পুরো জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আর এই কাজটি শুধু একা সরকারের পক্ষে সম্ভব নয়, এরজন্য অভিভাবক ও সমাজকে দায়িত্ব নিতে হবে।

সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দিয়েছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

তিনি বলেন, বর্তমান সরকারের অধিনে দেশ যখন এগিয়ে যাচ্ছে, আমরা যখন বিভিন্ন খাতে আমাদের দৃশ্যমান সাফল্যের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রশংসা অর্জন করছি। তখন একটি গোষ্ঠী দেশকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে। কোনভাবেই যেন সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যহত না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকটে অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।