চুয়াডাঙ্গার জেলার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (৪০) নামে এক পাখি ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার বিকেল ৩টার দিকে জীবননগর উপজেলার উথলী রুপিচারা মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন সদর উপজেলার বেগমপুর গ্রামের বিলপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে উথলী রুপিচারা মাঠে সিএনজি চালিত অটোরিকশা ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাখি ভ্যানের চালক ফারুক হোসেন নিহত হন। খবর পেয়ে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
পত্রিকা একাত্তর / মোঃ তারিকুর রহমান
জীবননগরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
১৮ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
