সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত যানবাহনচাপায় ফিরোজ মিয়া (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ভূঁইয়াগাতী কুমার পাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিয়া রংপুর জেলার পীরগাছা উপজেলার বিঘটারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান জানান, মোটর সাইকেলযোগে নিজ জেলা রংপুরে যাচ্ছিলে ফিরোজ মিয়া। শুক্রবার বেলা ১২ দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফিরোজ মিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
পত্রিকা একাত্তর/ মোঃ শাহাদত হোসেন
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
১৫ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
