ঝিনাইদহের হরিণাকুণ্ডতে বৈদ্যুতিক মিটারের ছেঁড়া তারের স্পর্শে আব্দুর রাজ্জাক(৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃতঃ আজমতের ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে বাঁশের আঘাতে নিজ বসতবাড়ির বৈদ্যুতিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন হলে সেটা মেরামতকালে বৈদ্যুতিক স্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হরিণাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বৈদ্যুতিক স্পর্শে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
চার সন্তানের জনক আব্দুর রাজ্জাকের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকর ছায়া নেমে এসেছে।
পত্রিকা একাত্তর/ মাহফুজুর রহমান উদয়
হরিণাকুণ্ডতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু
১৫ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
