সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

মাদক সেবন কারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক শ্রমিক রক্তাক্ত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0

মাদক সেবন কারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক শ্রমিক রক্তাক্ত

বটিয়াঘাটার পল্লীতে মাদক সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় কুদ্দুস শেখ নামের এক মিল শ্রমিক রক্তাক্ত জখম হয়েছে। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

তার অবস্থা বর্তমান আশংকা জনক। 

গতকাল রবিবার ভোর পাঁচটার সময় ওই মিল শ্রমিক গাওঘরা ওয়াপদা রাস্তা শ্মশানঘাট নামক স্থানে হাঁটতে বেরোলে, মাদক সেবনকারীরা তার ওপর হামলা চালায়। পরে ওই মাদক সেবনকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এমনকি তার পায়ের বিভিন্ন অংশে লোয়ার রড ঢুকিয়ে ক্ষতবিক্ষত করে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,গত শনিবার রাতে স্থানীয় গাওঘরা এলাকার মান্নান মোড়ল এর পুত্র মনছুর মোড়ল, দাউদ শেখের পুত্র নয়ন শেখ ও কালাম শেখের পুত্র নান্টু শেখ এরা তিনজন মিলে কুদ্দুস শেখের বাড়ির ভিতর বাগানে গাজা খাচ্ছিল। তাদেরকে গাজা খাওয়া দেখে কুদ্দুস প্রতিবাদ করে।  এবং  বলে এখান থেকে তোমরা চলে যাও। এবিষয় নিয়ে উভয়ের ভিতর কথা কাটাকাটি হয়। গাজা সেবনকারি ঐ তিনজন পরেরদিন রবিবার ভোরে উক্ত ঘটনা ঘটায়। এরিপোর্ট লেখা পযর্ন্ত থানায় কোন মামলা হয়নি। 

এলাকার ইউপি সদস্য এস এম ফরিদ রানা বলেন,  ঘটনাটি সত্য। সংবাদ শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আহত কুদ্দুস কে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। 

থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা জালাল বলেন,এখন কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব‍্যবস্থৃ গ্রহন করব।