নাটোরের গুরুদাসপুরে বাংলা নববর্ষকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ জীবন ও আবহমান বাংলাকে ফুটিয়ে তুলতে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপরে উপজেলা পরিষদের মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।
মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপিসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পত্রিকা একাত্তর/ মোঃ সোহাগ আরেফিন
গুরুদাসপুরে পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা
১৪ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
