চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম সেবা) এর দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ) সৈকত পাড়ে, এএসআই(নিঃ), সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-১৩/০৪/২২ তারিখ রাত্র ২১.১৫ ঘটিকার সময় জীবননগর থানাধীন ধান্যখোলা গ্রামের কুসুমপুর রোডস্থ ধান্যখোলা তে মাথার মোড়ে জনৈক মোঃ আলি আহম্মদ এর চায়ের দোকানের সামনে ইটের হেরিং এর উপর হইতে আসামী ১। মোঃ কুদ্দুস আলী (৪২), পিতা-মৃত করিম বক্স, সাং-যাদবপুর পূর্বপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা, ২। মোঃ আকরাম হোসেন ভুট্টো সাহা (৪০), পিতা-মৃত আব্দুল জলিল সাহা, সাং-কুসুমপুর সাহাপাড়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহদ্বয়কে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করেন।
পত্রিকা একাত্তর/ মোঃ তারিকুর রহমান
জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার 2
১৪ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
