সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার ভিএস কোয়ার্টারটি রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিন ব্যবহার না করায় এর পলেস্টার খসে পড়ছে। নানা রকমের পোকামাকড় বাস করছে এখানে। কৃষিসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার শত শত কৃষক।
সরেজমিনে দেখা যায়, সরকারি এই ভিএস কোয়ার্টারটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কোয়ার্টারটি দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা।
এলাকাবাসী বলছেন, এই ভিএস কোয়ার্টারটি সংস্কার করে পুনরায় চালু করা হলে অনেক উপকার হবে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অনেকেই।
জানা যায়, বিগত দুই যুগ আগে নির্মাণ করা হলেও মাত্র কয়েক বছর ব্যবহার করার পরেই কোয়ার্টারটি বন্ধ হয়ে যায়। অপরদিকে এই কোয়ার্টারটির দক্ষিণ পাশে অবস্থিত পশু প্রজনন কেন্দ্রটিরও একই অবস্থা। অযত্নে-অবহেলায় নষ্ট হচ্ছে সরকারের লক্ষ লক্ষ টাকার সম্পদ।
স্থানীয় এক কৃষক বলেন, কৃষি পরামর্শ তথা গবাদিপশুর চিকিৎসা নিতে ভীষণ সমস্যা হচ্ছে। কোথায় যাবো কার কাছে যাবো সেটাও আমাদের জানা নেই।
পত্রিকা একাত্তর/ মোঃ শাহাদত হোসেন
রায়গঞ্জের সরকারি ভিএস কোয়ার্টার পুনরায় চালুর দাবি
১৩ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
