বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের বিরুদ্ধে কৃষকের মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ২নং চুনখোলা ইউনিয়নের ছোট কাচনা গ্রামে গত মঙ্গলবার রাতে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। এতে অন্তত দুই লক্ষ টাকার মাছের ক্ষতি করা হয়েছে বলে দাবি মৎস্য চাষীদের। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা হলেন উপজেলার ছোট কাচনা গ্রামের হুমায়ুন মোল্লা, দারিয়ালা গ্রামের আহাদ আলী মোল্লা ও একই গ্রামের নুরু মোল্লা।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী হুমায়ুন মোল্লা জানান, তার দুই বিঘা জমির একটি মৎস্য ঘেরে মঙ্গলবার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা বিষ দেয়, বুধবার সকালে ঘেরে গিয়ে দেখেন, ২-৩ হাজার চিংড়ি সহ সকল ধরনের সাদা মাছ মরে ভাসছে। এতে তার অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া দারিয়ালা এলাকার আহাদ আলী মোল্লা ও নুরু মোল্লা নামের দুই মৎস্য চাষীর পৃথক দু'টি মৎস্য ঘেরে বিষ দেয় দুস্কৃতিকারীরা। এতে তাদের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়।
এঘটনায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ করা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী হুমায়ুন মোল্লা।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, এবিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পত্রিকা একাত্তর/ সৌরভ কুমার
মোল্লাহাটে দুর্বৃত্তের দেওয়া বিষে মরল মৎস্য ঘেরের মাছ
১৩ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
