সিরাজগঞ্জের কামারখন্দে পরিবারের অভাব সামলাতে না পেরে মো: কুদুর প্রামাণিক (৬৫) নামে এক বৃদ্ধ পেয়ারা গাছে সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছেন।
বুধবার ( ১৩ এপ্রিল )ভোরে উপজেলার কামারখন্দের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত বৃদ্ধ পেশায় অটোভ্যান চালক ও মৃত গাজী প্রামাণিকের ছেলে ।
স্থানীয়রা ও পুলিশ বলেন, তিন সদস্যদের পরিবারের অভাব সামলাতে না পেরে বুধবার ভোর সাড়ে ছয়টা -সাতটার দিকে নিজ বাড়িতে পেয়ারা গাছের সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন।
কামারখন্দ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ জুলহাস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধর লাশটি ওড়না দিয়ে ঢাকা অবস্থায় পেয়েছি। এখন একটু ব্যস্ত আছি পরে বিষয়টির বিস্তারিত জানাতে পারবো বলে তিনি জানান।
পত্রিকা একাত্তর/ মোঃ শাহাদত হোসেন
সিরাজগঞ্জে পরিবারের অভাব সামলাতে না পেরে বৃদ্ধের আত্নহত্যা
১৩ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
