গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা ও গাইবান্ধা ডিবি পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী এবং ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
গত রোববার সন্ধ্যায় থানার এসআই আবুল কালাম আজাদ পৌরসভার বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ রুস্তম আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। রুস্তম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পূর্ব কাশিপুর গ্রামের হেছার আলীর ছেলে। সে দীর্ঘদিন হতে নদীপথে গাঁজার ব্যবসা করে আসছে। এদিকে গাইবান্ধা ডিবি পুলিশ রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জিয়াউর রহমান, সাজু মিয়া, বাদশা মিয়া, আদুর মিয়া, ফজলুর রহমান, শামসুল হক। পুলিশ পরিদর্শক তদন্ত এমএ আজিজ জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া আইনে মামলা হয়েছে। সোমবার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল
সুন্দরগঞ্জে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ গ্রেপ্তার-৭
১১ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
