গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, প্রকৌশলী শামসুল আরেফিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম হারুন-উর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, পুলিশ পরিদর্শক তদন্ত এম এ আজিজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, রেজাউল আলম রেজা, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ প্রমূখ।
সভায় গ্রামীণ ঐতিহ্য বজায় রেখে পহেলা বৈশাখ উদযাপনের শোভাযাত্রা ও আলোচনা করার বিষয় সিদ্ধান্ত গ্রহীত হয়।
পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল
সুন্দরগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভা
১১ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
