দেশের প্রত্যেক থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’র উদ্বোধন এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডোমারে গৃহহীন লাইলী বেগমকে উপহারের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেছে ডোমার থানা পুলিশ।
রবিবার (১০ই এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের ঘর হস্তান্তরের উদ্বোধন করেন। একই সময় ডোমার থানা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ডোমার থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, এসআই শাহ আলম, সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ঠাকুর দাস রায়, এএসআই জেসমিন আক্তার সহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন শেষে উপজেলার বড়রাউতা মোজালপাড়ায় গৃহহীনের জন্য নির্মিত ঘরটির চাবি মৃত মোজাম্মেল হকের স্ত্রী লাইলী বেগমের হাতে হস্তান্তর করা হয়।
পত্রিকা একাত্তর/রিশাদ