নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের সদস্য শেখ মো. সুলতান মাহমুদ। আজ রোববার (১০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিবমোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানাগেছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান এ বিষয়টিনিশ্চিত করেছেন। দুর্নীতির অপরাধে জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসকে গত ৩০ মার্চ অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ। পদটি শূণ্য হওয়ায় জেলা পরিষদেরসদস্য শেখ মো. সুলতান মাহমুদকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়াহয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় যশোর স্পেশাল জেলা জজ আদালতসোহরাব হোসেন বিশ্বাসসহ ১১ জনকে ৫ বছর করে সশ্রম কারাদ- দেন ও জরিমানাকরেন।সুলতান মাহমুদকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া-সংক্রান্ত জারি করা স্থানীয়সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান অপসারিতহওয়ায় জেলা পরিষদের আইন অনুযায়ী অস্থায়ী চেয়ারম্যানের প্যানেলভুক্তজ্যেষ্ঠ সদস্য শেখ মো. সুলতান মাহমুদকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বঅর্পণ করা হলো।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু
নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সুলতান মাহমুদ
১০ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
