সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

বটিয়াঘাটায় তরমুজ চাষিদের কাছে খালের পানি বিক্রির অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বাটিয়াঘাটা

উপজেলা প্রতিনিধি, বাটিয়াঘাটা

১০ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0

বটিয়াঘাটায় তরমুজ চাষিদের কাছে খালের পানি বিক্রির অভিযোগ
ফাইল ছবি | পত্রিকা একাত্তর
উপজেলার সুরখালী বিলে ইজারা দেওয়া চরার খালের ইজারাদারের বিরুদ্ধে কৃষকদের কাছে পানি বিক্রির অভিযোগ উঠেছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু ও ওয়ার্ড মেম্বার সুজিত রায় গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব অভিযোগ তুলে ধরেন। তারা জানান, মাছ চাষের জন্য উক্ত খাল জনৈক প্রভাবশালী ব্যক্তি ইজারা গ্রহন করে। খালে প্রচুর পানি রয়েছে। অথচ পানি নিতে পাচ্ছেন না কৃষকরা। সিন্ডিকেট একটি চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে তরমুজ ও চলতি মৌসুমের ধান চাষিরা।
বর্তমান খরা মৌসুমে তিব্র পানি সংকট দেখা দিয়েছে। বিপদে রয়েছে খালের দুপাশের তরমুজ ও বোরো চাষিরা। খাল থেকে পানি নিতে গেলে উক্ত খাল ইজারাদার চক্র বাধা নিচ্ছে। খাল থেকে পানি নিতে হলে তাদেরকে দিতে হচ্ছে মোটা অংকের টাকা। টাকা ছাড়া পানি দেওয়া হবেনা বলে কৃষকদের জানিয়েছেন উক্ত ইজাদারচক্র। খাল থেকে পানি নিতে গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কৃষকরা। কৃষক অজিত, সুমন, রাসেলস। আরো অনেকে বলেন, বাধ্য হয়ে সরকারি খালের পানি টাকা দিয়ে কিনতে হচ্ছে আমাদের। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ও তিব্র ক্ষোভের সঞ্চয় হয়েছে। ইতোপুর্বে উক্ত খাল ইজারাদারের বিরুদ্ধে পানি বিক্রির অভিযোগ উঠেছিলো। জনগন উক্ত খালের ইজারা বাতিল করে কৃষকদের স্বার্থে খাল উন্মুক্ত করে দেওয়ার জন্য জেলা প্রশাসক ও ইউএনও আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসি।
অন্যদিকে সুরখালী গেট দিয়ে রাতের আধারে ঘের ব্যবসায়ীরা স্লুইস গেটের কপাট উচু করে রাতে লবণ পানি তোলার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। 

সুরখালী ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান এস এমফরিদ রানা বলেন,কৃষকরা পানি কিনে চাষাবাদ করবে এটা খুবই দূঃখজনক। তবে ইজারা নীতিমালায় কি আছে পানি ব্যবহার সংক্রান্ত সেটা খতিয়ে দেখা দরকার।
বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই আগে কৃষকদের সুবিধা সবাইকে দেখতে হবে। কোন ভাবেই তাদের পানি নিতে বাধা দেওয়া যাবেনা। যদি কেউ বাধাদেয়, তার বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব‍্যবস্থা গ্রহন করা হবে।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম