সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

ভোলায় নদীর নাব্য সংকট দূর করতে ড্রেজিংয়ের মাস্টারপ্ল্যান জরুরী

ভোলা জেলা প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0

ভোলায় নদীর নাব্য সংকট দূর করতে ড্রেজিংয়ের মাস্টারপ্ল্যান জরুরী
ফাইল ছবি | পত্রিকা একাত্তর


নদীর নাব্য সংকট দূর করতে ড্রেজিংয়ের জন্য দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান করার পরামর্শ দিয়েছেন জলবায়ু পরিবর্তন ও পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত।
তিনি বলেন, একটা দীর্ঘমেয়াদি মডেল করে কাজ করতে হবে। ড্রেজিং লাগবেই। কিন্তু ড্রেজিং কীভাবে দীর্ঘস্থায়ী হয়, সেটা দেখতে হবে। 
স্থানীয়রা জানান, ভোলা মেঘনা নদীর মাঝখানে বেশ কিছু ডুবো চর পড়ছে ঐ চর থেকে বালু উত্তলন করে অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হলে পানি প্রবাহ সঠিক ভাবে ধাবিত হতে থাকবে। ফলশ্রতিতে নদীর পাড়ে যে বাঁধ নির্মাণ করা হবে সেটা ভাংগনের ঝুঁকি বহুলাংশে কমে যাবে। 
ভোলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান জানান,  মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নদীর নাব্যতা সংকট এর কারনে  চারটি অঞ্চলে ভাগ করে বালুমহাল ঘোষণা করা হয়েছে। নদীর মাঝামাঝি অবস্থানে ডুবোচর থাকায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে কিনারার দিকে ধাবিত হয়। যার ফলশ্রুতিতে নদী ভাঙ্গনের সৃষ্টি প্রবল হয়। নদীর মাঝামাঝি এসকল ডুবোচর ড্রেজিং  এর মাধ্যমে কেটে দেওয়া হলে ওই অঞ্চল দিয়ে সঠিকভাবে পানির প্রবাহ যেতে পারবে। ফলশ্রুতিতে তীরবর্তী অঞ্চল সিসি ব্লক দ্বারা নির্মিত বাধ গুলো সুরক্ষিত থাকবে। ইতিমধ্যে মেঘনা-তেতুলিয়ায় যে অঞ্চলে বালুমহাল ঘোষণা করা হয়েছে সঠিক জায়গা থেকে বালু উত্তোলনের ফলে ভোলায় নদী ভাঙ্গন কমে যাবে।  এতদিন এই অঞ্চল থেকে চুরি করে যত্রতত্র থেকে বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছিলো। বালুমহাল থেকে কতটুকু বালু উত্তোলন করা যাবে এবং কতটুকু গভীরতা পর্যন্ত বা বালি কাটতে হবে তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। 
বর্ষাকালেও নাব্য সংকট প্রসঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আইনুন নিশাত বলেন, বর্ষাকাল হলেও সংকটটা হচ্ছে খুব বড় নদীর। যেটা অনেক চ্যানেলে প্রবাহিত হয় এবং তার কোনো কোনো চ্যানেলে প্রাকৃতিকভাবেই সেডিমেন্ট (পলি) লোড বেশি যায় এবং সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
তিনি বলেন, ঢাকা থেকে বরিশাল ও দক্ষিণাঞ্চলে যাওয়ার রুট কিছু দিন পর পর কিছু কিছু জায়গায় আটকে যায়। তবে এখানকার সঙ্গে নদী শাসন কিছুটা যোগ না করলেও এই ঘটনাটা ঘটতেই থাকবে। বিভিন্ন রুট বন্ধের বিষয়ে তিনি বলেন, শিমুলিয়া থেকে চরজানাজাত কিংবা কাঁঠালবাড়ীর মাঝখানে বিরাট নদী আছে। সেই নদীতে কোনো অসুবিধা নেই।
একটা দীর্ঘমেয়াদি মডেল করে কাজ করতে হবে। ড্রেজিং লাগবেই। কিন্তু ড্রেজিং কীভাবে দীর্ঘস্থায়ী হয়, সেটা দেখতে হবে।  
পত্রিকা একাত্তর/ নিয়াজ মাহমুদ জয়