সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

ডোমারের অগ্নিদগ্ধ মোকছেদুল বাঁচতে চায়

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১০ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0

ডোমারের অগ্নিদগ্ধ মোকছেদুল বাঁচতে চায়

নীলফামারীর ডোমারের বিদ্যুৎ শর্টসার্কিটের অগ্নিদগ্ধ হওয়া মোকছেদুল (১১) নামের এক শিশু বাঁচতে চায়। শরীরের ৬০ ভাগ অংশ অগ্নিদগ্ধ হওয়ায় অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছে মোকছেদুল। উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের শান্তিনগর গ্রামের আজিজুল ইসলামের ছেলে সে।

কান্না জড়িত কণ্ঠে মোকছেদুলের পিতা আজিজুল ইসলাম ঘটনার বিষয়ে বলেন, গত ৪ই জানুয়ারী বিকাল সাড়ে ৫ টার দিকে দালালগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের সাথে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের মেইন লাইনের তারের সাথে সংযোগ দিতে যায় তার সহপাঠী। সেসময় মোকছেদুলকে লাইট বসানো বোর্ড হাতে দিয়ে তার সহপাঠী মেইন লাইনে সংযোগ দিতে যায়, এরই এক পর্যায়ে মেইন লাইনের তারে সংযোগ দেওয়ার সাথে সাথে লাইট লাগানো বোর্ডের সমস্ত লাইট বিস্ফোরিত হয়ে মোকছেদুলের সারা শরীরে ছড়িয়ে যায়।

সহপাঠীদের আর্তচিৎকারে এলাকার লোকজন এসে আগুনে পুড়ে যাওয়া মোকছেদুলকে উদ্ধার করে। তবুও তার বুক, পিঠ, মাথা এবং হাত পা সহ শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মোকছেদুলের শরীর রক্তশুন্য হওয়ার কারণে তাকে ৪৭ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। এযাবৎ মোকছেদুলের চিকিৎসার পিছনে সর্বমোট ৪ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয় করা হলেও পুরোপুরি সুস্থ্য হয়ে উঠেনি বলে জানিয়েছে তার পিতা।

চিকিৎসকরা তার বাবাকে জানিয়েছেন মোকছেদুলের পুরোপুরি সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চিকিৎসার জন্য আরও ৬ লাখ টাকার প্রয়োজন। এমতাবস্থায় অর্থের জোগান দিতে না পারায় ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছে ও ছেলের চিকিৎসার খরচ জোগাড় করতে সকলের দ্বারে দ্বারে ঘুরছেন আজিজুল ইসলাম ও শিশু মোকছেদুল।

আজিজুল ইসলাম আরও জানান, দিনমুজুর মানুষ সারাদিন কাজ করে যা পান, তা দিয়ে কোনোরকম সংসার চালানো হয়। অভাবের সংসারে ৬ ছেলের মধ্যে মোকছেদুল চতুর্থ। সে স্থানীয় শান্তিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। নিজস্ব জমিজমা বলতে শুধুমাত্র বাড়ির ভিটার ৪ শতক জমি ছাড়া আর কিছুই নেই তার। ছেলের এই অবস্থায় আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছে ধারদেনা ও সাহায্য নিয়ে ৪ লক্ষ ৩০ হাজার টাকা খরচ করে এতদূর চিকিৎসা করানো হয়েছে। এখন ছেলের জন্য যে একটা ডিম কেনার সামর্থ্য নেই।

নিরুপায় হয়ে তিনি সমাজের বিত্তবান সহৃদয় ব্যক্তিদের কাছে তার সন্তানের সুচিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন অগ্নিদগ্ধ শিশু মোকছেদুলের পিতা আজিজুল ইসলাম। সাহায্য পাঠাতে ০১৭১৪-৭৯৩১৩১ এই নম্বরটিতে যোগাযোগ করার আহ্বান করেন তিনি। এছাড়া এটিই তার বিকাশ একাউন্ট নম্বর।