ময়মনসিংহের গৌরীপুরে ০৯ এপ্রিল শনিবার সকাল ৭ টা হতে বেলা ১১ টা পযর্ন্ত পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছেন।
এসময় আদালত পৌরশহরের বাড়িওয়ালাপাড়া এলাকায় মৃত হারাধনের ছেলে সজল সরকার (৪০) মধ্যবাজার এলাকার মৃত আঃ হান্নানের ছেল মোঃ সজিবর রহমান হিমেল (৩১) ও উপজেলার সহনাটি ইউনিয়নের সরিষাহাটি গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ রাজীব হোসেন (৩০),
মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মামুন (২৬) গিধাউষা গ্রামের আলী হোসেনের ছেলে পলাশ (৩০) কে গাঁজা ও হেরোইন সেবনকালে আটক করেন। আসামী ০৫ জনকে গাঁজা/ হেরোইন সেবন ও সরাঞ্জমাদী সংরক্ষণ করার অপরাধে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ডসহ বিভিন্ন অর্থে জরিমানা করা হয়।
উদ্ধারকৃত গাঁজা এ হেরোইনসহ সরাঞ্জমাদী পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ রাহাত। সার্বিক সহায়তা করেন সাইকুল ইসলাম তালুকদার ও সঙ্গীয় টীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ ' খ' সার্কেল।
পত্রিকা একাত্তর/ মো. হুমায়ুন কবির
গৌরীপুর ভ্রাম্যমান আদালতে ৫ জনের জেল- জরিমানা
৯ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
