‘প্রত্যেকে আমারা পরের তরে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো বাংলাদেশ স্কাউটস দিবস–২০২২। দিবসটি উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাস্ক বিতরণ, ক্রু মিটিং, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৮ই এপ্রিল) সকাল ১০টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজের গার্ল ইন রোভার স্কাউটসের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ চত্বর থেকে শুরু হয়ে ডোমারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার মহিলা ডিগ্রী কলেজের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষিকা ও ইউনিট লিডার সৈয়দা মোরশেদা পারভীন আজাদী, গার্ল ইন রোভার স্কাউটস, শিক্ষক, কর্মচারীবৃন্দ এবং স্কাউট সদস্যরা।
পত্রিকা একাত্তর/রিশাদ
ডোমারে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ পালিত
৯ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
