বরগুনা রমজানের প্রথম দিনেই বরগুনায় সবজির বাজার ছিল আগুন। সবথেকে বেশি চড়া দাম ছিল বেগুনের। খুচরা সবজি বাজারে সকালে ১'শ টাকা কেজি দরে বেগুন বিক্রি হলেও দুপুর গড়াতেই তা উধাও হয়ে যায়।
বিক্রেতাদের দাবী, বাজারে লম্বা বেগুনের তীব্র সংকট রয়েছে আগে থেকেই। অপরদিকে ক্রেতাদের দাবী, রোজা শুরু হওয়ায় সাথে সাথেই সবজির দাম বাড়িয়ে ফেলা হয়েছে। তবে লম্বা বেগুন উধাও হওয়ার কারণ বলতে পারেননি স্থানীয় বাজার সংশ্লিষ্ট কেউই।
সোমবার (৪ এপ্রিল) বিকালে বরগুনা পৌর কাঁচা বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে লম্বা বেগুনের দাম বেড়েছে প্রতি কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা।
পাইকারি বিক্রতা আজাহার আলী রমজান শুরুতেই প্রতি বছরই এই সময় সবজির দাম বাড়ে। এটা কোন সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে। একাধিক খুচরা ব্যবসায়ীরাও বললেন একই কথা।
খুচরা বিক্রেতা ফারুক হোসেন জেলার বিভিন্ন প্রদান বাজারগুলোতে সরবরাহ কম তাই দাম বেশী।
ক্রেতা ইব্রাহিম হোসেন , সব পণ্যের দামই অস্বাভাবিক তার ভিতরে আবার মরার ভিতরে ঘোরার গাও। বাজারের অবস্থা এমন থাকলে রোজাদার মুসলিমরা কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহই ভাল জানে।
ক্রেতা বাবু মৃধা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে প্রতি কেজিতে এখন ৩০-৫০ টাকা বেড়েছে। তার ভিতরে বাজার থেকে বেগুন উধাও।
কাঁচা বাজার সমিতির সভাপতি মো. আল আমিন হাওলাদার প্রতি বছরই রোজা শুরুতে সবকিছুর দাম বেড়ে যায়। দাম বাড়ানো বা কমানোতে আমাদের হাত নেই। আমরা যে দামে ক্রয় করি তার থেকে বেশি হলে ৫-১০ টাকা লাভ করি। দাম বৃদ্ধিতে আমাদের কোন হাত নেই।
পত্রিকা একাত্তর/ তাওহিদুল ইসলাম
দিন দিন বেড়েই চলছে সবজির দাম
৪ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
